পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হলেন ত্রিশালে আনিছ ফুলপুরে প্রথম শশধর

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১

মতিউর রহমান সেলিম ত্রিশাল ও ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ছিল কুয়াশা ঢাকা ভোর। তাতে কি। নির্বাচন বলে কথা। উৎসবমূখর পরিবেশেই শুরু হয় ভোটগ্রহন। বেলা বাড়ার সাথে সাথেই ভোট কেন্দ্রগুলোতে চোখে পড়ার মত ভোটাদের উপস্থিতির দেখা মিলে।

প্রশাসন ও আইন শৃংখলা রক্ষা বাহিনীর ব্যাপক তৎপরতায় অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের ত্রিশাল ও ফুলপুর পৌরসভা নির্বাচন। নির্বাচনে তৃতীয়বারের মত ভালবাসা দিবসে ভোটাদের ভালবাসায় মেয়র নির্বাচিত হন স্বতন্ত্রপ্রার্থী এবিএম আনিছুজ্জামান আনিছ ও আওয়ামী লীগ প্রার্থী মিঃ শশধর সেন।

২৬ হাজার ৮২২ জন ভোটারের ত্রিশাল পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৪টি ভোট কেন্দ্রে একযোগে সকাল আটটায় ভোটগ্রহন শুরু হয়। প্রশাসন ও আইন শৃংখলা রক্ষা বাহিনীর ব্যাপক তৎপরতায় কোনপ্রকার সহিংসতা ছাড়াই নিরবিচ্ছিন্নভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহন।
ত্রিশাল পৌরসভার টানা তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হলেন স্বতন্ত্রপ্রার্থী এবিএম আনিছুজ্জামান আনিছ। স্বতন্ত্রপ্রার্থী আনিছ পেয়েছেন ১১ হাজার ৬৫০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নবী নেওয়াজ সরকার পেয়েছেন ৬ হাজার ৬শ ৭৪ ভোট।

দ্বিতীয়বারের মত আওয়ামীলীগ মনোনিত প্রার্থীকে পরাজিত করে তৃতীয়বারের মত ত্রিশাল পৌরসভার মেয়র হলেন আনিছ। এছাড়াও বিএনপির রুবায়েত হোসেন শামীম ৮শ ৬৫ ভোট ও ইসলামী আন্দোলনের আবুল হাসান পেয়েছেন ৮শ ভোট। বিজয়ী সংরক্ষিত মহিলা কাউন্সিলররা হলেন, ফাতেমা আক্তার, শাহনাজ পারভীন, বিউটি আক্তার রানু। কাউন্সিলর নির্বাচিত হয়েছেন,ওসমান গনি, রাশিদুল হাসান, শাহীন মিয়া, আজহানুল ইসলাম, মেহেদী হাসান নাসিম, আলমগীর কবির, মানিক সাইফুল, খালেদ মাহমুদ ও আনিছুজ্জামান।

এদিকে ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচনের বেসরকারী ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী মিঃ শশধর সেন (নৌকা) ৬ হাজার ৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বিদ্রোহী প্রার্থী রকিবুল হাসান সোহেল (নারিকেল গাছ) ৩ হাজার ৭১৩ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপি প্রার্থী মোঃ আমিনুল হক (ধানের শীষ) ৩ হাজার ১ ভোট, স্বতন্ত্র এইচএম ইউসুফ (মোবাইল) ১ হাজার ৬২০ ভোট ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোঃ শাহজাহান (জগ) ১ হাজার ৩১১ ভোট পেয়েছেন।