ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)সংবাদদাতা :
ঈশ্বরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ আইসিটি শিক্ষক অ্যাওয়ার্ড-২০২০ বিজয়ী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আইসিটি শিক্ষক মন্ডলীর সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ডিএস কামিল মাদ্রাসায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো.শহীদুল্লাহ, প্রেসকাব সভাপতি প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চরজিতর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মিসবাহ উদ্দিন, ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আতিকুর রহমান সিদ্দিকী, একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মো. আসাদুজ্জামান, সহকারী শিক্ষক মাহবুব রহমান খান ও নাহিদা আক্তার। বড়হিত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান শাহীন উপজেলার শ্রেষ্ঠ আইসিটি শিক্ষক হিসেবে সম্মাননা অর্জন করেন।
নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক হাবিবুর রহমান শাহীন জানান, উপজেলা নির্বাহী অফিসারের অনুপ্রেরণা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে করোনাকালে শিক্ষা ব্যবস্থাকে গতিশীল রাখার লক্ষ্যে আমরা এ কাজ করতে সমর্থ হয়েছি। এসব ব্যবস্থা ধরে রাখতে পারলে শিক্ষার্থীরা উপকৃত হবে।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, করোনাকালে এসব আইসটি শিক্ষকরা শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন। তাদের এ কাজের স্বীকৃতি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক এ সম্মাননা প্রদান করা হয়েছে।