গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ১৬তম কোনাপাড়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (১৯মার্চ/২০২১) ফাইনাল খেলায় ৯রানে সেভেন স্টার চ্যাম্পিয়ান হয়। প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান বিজয়ী চ্যাম্পিয়ান ও রানার আপ দলকে ট্রপি তুলে দেন।
কোনাপাড়া প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট কমিটির উদ্যোগে ২০০৬সালে থেকে কেপিএল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ১৬তম আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক বদরুজ্জামান। বক্তব্য রাখেন ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল হাসিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম, যুবলীগ নেতা হাবিবুর রহমান জয়কুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মিজানুর রহমান, উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ রবিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক আহাম্মেদ, মানিক কর, আব্দুল বারেক, ফারুক মিয়া প্রমুখ।
সিনিয়র টাইগার্স মানিক কর এর নেতৃত্বে মাঠে শাহীন মাহমুদ, আব্দুল বারেক, ফখরুল আবেদিন ছোটন, মো. আল আমিন মিয়া, সজিব আহাম্মেদ, বাহার মিয়া, রফিকুল ইসলাম আবু, রুবেল আহাম্মেদ, সফিকুল ইসলাম, সঞ্জিত আচার্য্য, আবুল কালাম আজাদ, ফারুক মিয়া, সেভেন স্টার কাব ৯ রানে বিজয়ী অধিনায়ক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে আশিকুর রহমান, মো. হৃদয় মিয়া, সাইদুল ইসলাম, হানিফ মিয়া, অনিক মিয়া, জুয়েল মিয়া, রাকিবুল ইসলাম, রিয়াদ হোসেন, সনি আহাম্মেদ ফাইনাল খেলায় অংশ নেন। টুর্নামেন্ট মোট ১২টি দল অংশ নেয়।
ফাইনাল খেলায় টসে জিতে ১১ অভারে ৮ ইউকেট হারিয়ে সেভেন স্টার ১০৯রান সংগ্রহ করে। ১১০রানের টার্গেট নিয়ে সিনিয়র টাইগার্স সব উইকেট হারিয়ে ১০০রান সংগ্রহ করে।