ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)সংবাদদাতা :
বাংলাদেশর অনন্য অর্জন স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ায় ঈশ্বরগঞ্জে দুদিন ব্যাপি উত্তরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য কর্মসূচী পালনের মাঝে উত্তরণ মেলা অনুষ্ঠিত হয়।
২৭ মার্চ উন্নয়ন মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম। উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচীর মাঝে ছিল আনন্দ র্যালি , আলোচনা সভা, কবিতা আবৃতি, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক, উপস্থিত বক্ততা ও সংগীতানুষ্ঠান।
উদ্বোধনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফখরুল ইমাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নুরুল হুদা খান ।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন রোববার সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীনের সভাপতিত্বে রুপকল্প ২০৪১: উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনার কলি নাজনীন, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী প্রমুখ। উপজেলার বিভিন্ন বিভাগের ২৬টি স্টল মেলায় অংশগ্রহণ করে। বিভাগীয় কার্যক্রমের সাফলতা প্রদর্শনের বিচারে যৌথভাবে প্রথম হয়েছে কৃষি ও মৎস্য বিভাগ, যৌথভাবে দ্বিতীয় হয়েছে যুব মহিলা ও স্বাস্থ্য বিভাগ, যৌথভাবে তৃতীয় হয়েছে মাধ্যমিক শিক্ষা ও ফায়ার সার্ভিস।
সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ও সকল প্রতিষ্ঠানের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।