ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি যন্ত্রপাতি বিতরণের অংশ হিসেবে রোববার ফুলপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৬ জন কৃষককের মাঝে ভর্তুকি মূল্যে পাকা ধান কাটা ও মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, ফুলপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ কামরুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার হাম্মিম জাহান প্রমুখ।
২০২০-২১ অর্থ বছরে বোরো
মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় এ ধান কাটা ও মাড়াই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মেশিন প্রাপ্ত কৃষকরা হলেন, ফুলপুর পৌরসভার চরপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলাম, আমুয়াকান্দা গ্রামের আবুল ফাত্তাহ শোয়ায়েব আহাম্মদ, সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দা গ্রামের আল আমিন পাঠান, ধনারভিটা গ্রামের তোলা মিয়া, রূপসী ইউনিয়নের বাশাটি গ্রামের মনোয়ারা আক্তার ও ছনধরা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম।
২৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ধান কাটা ও মাড়াই কম্বাইন হার্ভেস্টার জাতের এ মেশিনটিতে সরকার ১৪ লাখ টাকা ভর্তুকি দিয়েছেন। বাকি টাকা কৃষক পরিশোধ করে মেশিন নিয়েছেন। যা দিয়ে ঘন্টায় এক একর জমির ধান কাটা ও মাড়াই কাজ সম্পন্ন করা যাবে।