গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দরুনলালমা গ্রামের মো. মাহিম মিয়া (১৫) মাছ মারার বিষের ট্যাবলেট খেয়ে শনিবার (২৪এপ্রিল/২০২১) আত্মহত্যা করেছে।
সে দরুণলালমা গ্রামের মো. মিঞা হোসেনের পুত্র। মাথার রঙিন চুল কাটার জন্য বলায় অভিমানে আত্মহত্যা করে। এ ঘটনায় গৌরীপুর থানায় রোববার (২৫ এপ্রিল/২০২১) অপমৃত্যু মামলা হয়েছে বলে নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী।
গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. আবুল বাশার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতাল সুত্র নিশ্চিত করে আননোন বিষক্রিয়া মৃত্যু হয়েছে। নিহতের মা মোছা. শরীফা খাতুন (৪০) জানায়, তার পুত্র মো. মাহিম মিয়া (১৫) দীর্ঘদিন যাবত মাথা ব্যাথায় ও মানসিকভাবে অসুস্থ্য ছিলো। মাথার চুল অনেক লম্বা ও রঙিন করে রাখতো। আমার স্বামী মো. মিঞা হোসেন শনিবার সকালে চুল কাটার জন্য বললে, কাটবে না বলে অস্বীকৃতি জানায়।
তারপরে তার বাবা চুল কাটার জন্য তাকে ৭০টাকা দিয়ে ময়মনসিংহ চলে যায়। চুল কাটতে বলায় অভিমানে মাছ মারার ট্যাবলেট খেয়ে দুপুরে অসুস্থ্য হয়ে পড়ে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।