স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায়-দরিদ্র, কর্মহীন মানুষকে ভালো রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি দেশের সব মানুষের খাদ্য নিশ্চিতে সব সময় চেষ্টা করছেন। খাদ্য, ত্রাণ, নগদ সহায়তা ইত্যাদির মাধ্যমে করোনার এই দুর্যোগকালীন সময়েও মানুষকে ভালো রাখার চেষ্টা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের একটি মানুষও অনাহারে থাকবে না।
রবিবার ময়মনমিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ৫ হাজার অসহায়-দরিদ্র কর্মহীন, দুস্থ পরিবারের শিশুদের জন্য মানবিক সহায়তা হিসাবে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার (শিশু খাদ্য) প্রদান কার্যক্রম উদ্বোধনকালে একথা বলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এর আগে মেয়র সিটি কর্পোরেশনের পুরাতন ভবন প্রাঙ্গণে ত্রাণ বিতরণ করেন।
নাগরিকবৃন্দের প্রতি আহবান রেখে সিটি মেয়র বলেন, করোনা সংক্রমণ বিস্তার বৃদ্ধির পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার দিচ্ছেন যেন আপনারা ঘরে থেকে নিজেদের সুরতি রাখতে পারেন। তাই ঘরে থাকুন। প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরিধান করুন, সামাজিক দুরত্ব বজায়ে রাখুন।
ত্রান সামগ্রী বিতরণকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-২ মাহবুবুর রহমান দুলাল, প্যানেল মেয়র-৩ শামিমা আক্তার, সিটি কর্পোরেশনের ত্রান ও দুর্যোগ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নিয়াজ মোর্শেদ, সচিব রাজীব কুমার সরকার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।