সুস্থ দেহ ও মন উৎফুল্ল রাখতে খেলাধুলার বিকল্প নেই – গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

খেলাধুলার

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, মে ২৮, ২০২১
স্টাফ রিপোর্টার :
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, সুস্থ দেহ ও মন উৎফুল্ল রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা নিয়মিত চর্চা করলে, ভবিষ্যতে দেশে খেলাধুলার মান অনেক উন্নত হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার খেলাধুলার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে কাজ করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে,।
শুক্রবার (২৮ মে) বিকালে ফুলপুর সরকারী ডিগ্রি কলেজ খেলার মাঠে ফুলপুর উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকার, পৌর মেয়র শশধর সেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, পৌর আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গ্রামাউসের নির্বাহী পরিচালক মো. আব্দুল খালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, ফুলপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষক শেখ জসিম উদ্দিন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের  নেতৃবৃন্দ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ফুলপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আনিছুর রহমান স্বপন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)  উদ্বোধনী খেলায় ভাইটকান্দি ইউনিয়ন ও রুপসী ইউনিয়ন অংশ গ্রহণ করেন। খেলার নির্ধারিত সময়ের পর ট্রাইবেকারে ৬-৫ গোলে ভাইটকান্দি ইউনিয়নকে হারিয়ে রূপসী ইউনিয়ন বিজয়ী হয়। খেলা পরিচালনায় রেফারির দায়িত্বে ছিলেন মোঃ নজরুল ইসলাম, রহমত আলী সিকদার, সিব্বির আহমেদ। ৪র্থ রেফারির দায়িত্বে ছিলেন সালেহ আহমেদ।