নকলায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জুন ৫, ২০২১

জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার :

শেরপুরের নকলায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। ৫ জুন শনিবার দুপুরে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে দিনব্যাপি ওই প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, বঙ্গব্ন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম। ওই সময় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, খামারি মালিক ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে কৃত্রিম প্রজনন প্রযুক্তি প্রদর্শন, দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বিপনন, প্রাণিপ্রযুক্তি (ইউএমএস প্রক্রিয়াকরণ), কাদাকনাথ জাতের মুরগি, যমুনাপাড় জাতের ছাগল ও ফ্রিজিয়ান জাতের গাভী প্রদর্শনসহ ৫০টি স্টল স্থাপন করা হয়। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল আহাদ জানান, এসব প্রদর্শনী দেখে কৃষকরা আরো বেশি করে উন্নত জাতের ষাঁড়, গাভী, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি পালনে উৎসাহিত হবে এবং তাদের জীবন ও জীবিকার মানোন্নয়ন করবে।