বিনা উদ্ভাবিত প্রযুক্তিসমূহের সম্প্রসারণ কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, জুন ৭, ২০২১

স্টাফ রিপোর্টার :

বিনা উদ্ভাবিত স্বল্পজীবনকালীন ও উচ্চফলনশীল বিনাধানসহ বিভিন্ন ফসলের ১১৮টি জাত মাঠ পর্যায়ে চাষিদের মাঝে পৌছে দিতে কৃষিবিদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

সোমবার বিনা সদর দপ্তরের সেমিনার কক্ষে ‘বিনা উদ্ভাবিত প্রযুক্তিসমূহের পরিচিতি ও সম্প্রসারণ কৌশল বিষয়ক’ কর্মশালায় তিনি এই আহবান জানান।

বিনার পরিচালক ড. আব্দুল মালেকের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন বিনার পরিচালক ড. জাহাঙ্গীর আলম ও ড. আবুল কালাম আজাদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আব্দুল মাজেদসহ অন্যরা।

কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি এবং এসসিএ’র কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।