গৌরীপুর প্রতিনিধি :
করোনাকালীন দুর্যোগের জন্য স্কুল-কলেজের মাঠ ফাঁকা! রোববার থেকে আবারও ১০দিনের কঠোর লকডাউন ঘোষণা। স্কুল খোলার আশারধ্বনি স্তম্ভিত! তবে ময়মনসিংহের গৌরীপুরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পাড়া-মহল্লার ফাঁকা স্থান আর ধান কাটার পর ফাঁকা বিশাল মাঠে উৎসবমুখর চলছে ফুটবল খেলা। এ যেন ফুটবলের মৌসুম শুরু হয়েছে। একই দিনে উপজেলার রামগোপালপুর ইউনিয়ন, ডৌহাখলা ইউনিয়ন, ভাংনামারী ও সহনাটী ইউনিয়নের ৪স্থানে চলছে ফুটবল টুর্নামেন্ট।
ব্যতিক্রমী ফুটবল খেলা উপভোগ শুরু হয়েছে অচিন্তপুর ইউনিয়নের এক ধানের পরিত্যক্ত মাঠে। ধান কাটার পর থেকেই নিয়মিত ফুটবল খেলা চলছে এ স্থানে। পাড়ায় পাড়ায় বিভাজন হয়ে প্রতিযোগিতামূলক ক্ষুদে শিশুদের উৎসাহিত করছেন এলাকাবাসীও।
অচিন্তপুর ডক্টর এম আর করিম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র তামিম আহমেদ জানান, বৃষ্টিতে ভিজে খেলছি, আজ মাঠে পানি নেই, তাই আনন্দটাও কমে গেছে। একই শ্রেণির নাঈমুর রহমান নাঈম জানায়, পাড়ায় পাড়ায় ভাগ করে খেলি। হার-জিত নিয়ে আমাদের কোন দ্বন্দ্ব নেই।
অচিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র মোস্তাফিজুর রহমান জানায়, খেলি, মজা পাই, তাই চলে আসি। স্কুল প্রসঙ্গে সে জানায়, বই আছে- স্কুল বন্ধ তাই লেখাপাড়ার চাপ নেই। মাঠে আসি। খেলায় অংশ নেয় একই বিদ্যালয়ের শিক্ষার্থী আরমান মিয়া, জয় তালুকদার, ফাহিম উদ্দিন, তৌফিকুল ইসলাম, তামিম মিয়া, সাকিবুর রহমান, রাফিউল ইসলাম, জাহাঙ্গীর আলম, বিল্লাল হোসেন, রমজান আলী, রিপন মিয়া।
অচিন্তপুর পাছপাড়া আর অচিন্তপুর আগপাড়া দলে ভাগাভাগি হয়ে রোববার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। পাছপাড়া একাদশের নেতৃত্ব দেন নাঈমুর রহমান আর আগপাড়া একাদশে হোসাইন আহমেদ। আগপাড়া ৪-১ গোলে পাছপাড়া একাদশকে হারায়। দর্শকসারিতে দাঁড়িয়ে থাকা ফারুকুল ইসলাম জানান, আসলে ওরা মাঠে খেলছে, আমি খেলছি, তবে মনেমনে! পুরোনো সবদিনের কথা মনে হচ্ছে। তখন ফুটবল এতো সহজ ছিলো না। ফুটবল নেই, তারপরেও খেলা চলতো। জাম্বুরা আর খড়ের কুন্ডুলি পাঁকিয়ে ফুটবল খেলেছি।