ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় রাস্তার আর, এম, পি’র নিয়োগপ্রাপ্ত মহিলা শ্রমিকদের বদলে তালিকা বিহীন নিরক্ষর মহিলাদের দিয়ে কাজ করানোর অভিযোগ উঠেছে। উপজেলার গোয়াতলা ইউনিয়নে এ অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে গেয়াতলা ইউনিয়নের আবুল কালাম বাদী হয়ে উপজেলা প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার গোয়াতলা ইউনিয়নে আর, এম, পি, রাস্তার কাজে নিয়োগ প্রাপ্ত মহিলাদের পরিবর্তে নিয়োগ বিহীন নিরক্ষর মহিলারা কাজ করছে। নির্ধারিত বেতনের অর্ধেক টাকার চুক্তিতে নিয়োগপ্রাপ্ত ছালমা আক্তারের পরিবর্তে রহিমা আক্তার, রাশিদা খাতুনের পরিবর্তে ফরিদা খাতুন, আছমা খাতুনের পরিবের্ত শেফালী খাতুন এবং মমতা খাতুনের পরিবর্তে তার শাশুরীকে দিয়ে অবৈধভাবে কাজ করানো হচ্ছে।
ধোবাউড়া এল জি ই ডি অফিস সুত্রে জানা যায়, গত জুন মাসে উপজেলার গোয়াতলা ইউনিয়নে ১০ জন দরিদ্র অস্বচ্ছল মহিলাকে নিয়োগ দেয় উপজেলা এল জি ই ডি অফিস ধোবাউড়া। নিয়োগে তেমন স্বচ্ছতা না থাকায় অস্বচ্ছল মহিলাদের নিয়োগ দেওয়ার পরিবের্তে স্বচ্ছল মহিলাদের নিয়োগ দেওয়ার কারণে বেতনের অর্ধেক টাকার চুক্তিতে অন্য মহিলাদের দিয়ে বদলি কাজ করানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এব্যপারে ধোবাউড়া-হালুয়াঘাট আসনের সাংসদ জুয়েল আরেং, উপজেলা প্রকৌশলী শাহিনুর ফেরদৌসকে সুষ্টু তদন্তপূর্ব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। উপজেলা প্রকৌশলী শাহিনূর ফেরদৌস বলেন, সুষ্টু তদন্ত পূর্বক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।