কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুয়ায় নির্মাণাধীন পাকাঘরের ওয়াল ভেঙে পরে রনি মিয়া (১৬) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে।
এঘটনাটি বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার বলাইশিমূল গ্রামের রুবেল ভূঞা বাড়িতে বিল্ডিং ঘর নির্মাণকাজের সময় ঘটে।নিহত রনি উপজেলার পাইকুড়া ইউপির পাড়াতলী গ্রামের হাদিস মিয়ার কনিষ্ঠ ছেলে।
সুত্র জানায়, বলাইশিমূল গ্রামের বুলবুল ভূঞার ছেলে রুবেল ভূঞা বাড়িতে একটি পাকাঘর নির্মাণ করছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিহত রনিকে নিয়ে কাজে লাগে হেড মেস্ত্রী আল আমিন। কাজ করতে গিয়ে ওয়াল ভেঙ্গে পরে রনি গুরুতর আহত হয়। তাৎণিক তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ। এঘটনায় রনির পরিবারে চলছে শোকের মাতম। কিশোর পুত্রকে হারিয়ে বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন বাবা হাদিস মিয়া। এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া। বলাইশিমূল ইউপি চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক স্থানীয়দের বরাত দিয়ে জানান,নিহত রনিকে নিয়ে আল আমিন মেস্ত্রী বেশ কয়েক বছর ধরে ওই এলাকায় কাজ করে আসছিল। এলাকায় বেশিদিন কাজ করার সুবাধে নিহত রনি সবার কাছে পরিচিত মূখ ছিল। তার মৃত্যুতে এলাকার সবাই শোকাহত।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, নির্মাণাধীন বিল্ডিং ঘরে কাজ করতে গিয়ে ওয়াল ভেঙ্গে পরে তার মৃত্যু হয়েছে। পরিবারের ইচ্ছায় ও উধর্তন কতৃপরে সাথে কথা বলে লাশ পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।