১ ও ৪ আগস্ট ব্যাংক লেনদেন বন্ধ

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১
স্বজন ডেক্স : করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের কঠোর বিধিনিষেধ চলছে। এ সময় ব্যাংকের কার্যক্রম সীমিত পরিসরে চলবে। তবে লেনদেনের নতুন সময় নির্ধারণ করে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, ১ ও ৪ আগস্ট রোববার ও বুধবার সব ব্যাংক বন্ধ থাকবে। আগামী ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংক লেনদেন সকাল ১০টা হতে দুপুর ২টা ৩০মিনিট পর্যন্ত চলবে।

গত ১৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে জারি করা নির্দেশনার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।