ঈশ্বরগঞ্জে ফিসারির পানি নিস্কাশনকে কেন্দ্র করে মারামারি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আহত হানিফ

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :
ঈশ্বরগঞ্জে ফিসারির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে মারমারিতে গুরুতর আহত আবু হানিফা হানিফ (৩৪) আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশীয় অস্ত্র কাতরার ঘায়ে ক্ষতিগ্রস্ত ফুসফুস ও খাদ্যনালীতে মেজর অপারেশনের পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হানিফ আজ নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুও সাথে পাঞ্জা লড়ছে।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে গত ১ আগস্ট রবিবার উপজেলার সদর ইউনিয়নের ভাইদগাঁও গ্রামে। এ ঘটনায় গত ৩ আগস্ট জিয়াউল হক বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে মঙ্গলবার ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন উপজেলার ভাইদগাঁও গ্রামের হাজী নুরুল ইসলামের ছেলে আবু হানিফার ফিসারি পুকুরের পাড় কেটে পানি নিস্কাশনকে কেন্দ্র করে পাশ্ববর্তী তারাকান্দি গ্রামের সাইদুর রহমান (৫৫) আমিনুল ইসলাম (২২) ও আল আমীন (২৫) এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়ার সূত্রপাত হয়। পরে বিবাদীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। পরে আমিনুলের কাতরার আঘাতে হানিফার ফুসফুস ও খাদ্যনালী কেটে রক্তাক্ত জখম হয়।

এসময় প্রতিপক্ষের আঘাতে জিয়াউল হকও জখম হয়। পরে গুরুতর আহত হানিফকে প্রথমে ঈশ^রগঞ্জ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়শনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আবু হানিফা ময়মনসিংহ মেডেক্যাল কলেজ হাসপাতারের ৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রেজাউল করিম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে। আঘাতে হানিফার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছি। আসামীদেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।