আন্তর্জাতিক ডেক্স : শ্বশুরবাড়ি গিয়ে কোটিপতি হলেন জামাই। লটারি জিতে ভাগ্য ফিরল ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীধর রুইদাসের,যিনি পেশায় নিরাপত্তাকর্মী।
পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায় এ খবর চাউর হতে নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন তিনি।
মাঝেমধ্যেই লটারির টিকিট কাটার ঝোঁক ছিল রুইদাসের। কিন্তু কোনোবারই ভাগ্য সহায় হয়নি শ্রীধরের। অবশেষে ভাগ্য খুলল তার।
শনিবার সকালে শ্বশুরবাড়ি এসে স্থানীয় বাজারে লটারির টিকিট কাটেন শ্রীধর।
দুপুর দেড়টা নাগাদ জানতে পারেন, লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়েছেন তিনি। তবে তার পরও টিকিট কাটা থামাননি। বিকেলে ফের টিকিট কাটেন। কাকতালীয় ভাবে তাতেও সফল হন জামাই। জেতেন কয়েক লাখ টাকা।
পরপর দুইবার লটারি জিতে আনন্দে আত্মহারা হয়ে শ্বশুরবাড়ির সবাইকে খবরটি জানান জামাই। আস্তে আস্তে খবরটি ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল চর্চাও।
অবশেষে নিরাপত্তার অভাব বোধ করে জামুড়িয়া থানায় যান শ্রীধর। পুলিশ সূত্রে খবর, তারা ওই ব্যক্তির যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করবে।