আন্তর্জাতিক ডেক্স : কথায় আছে কপাল পড়লে সবই পুড়ে। আর সেই কপাল পড়লো মার্কিন র্যাপার লিল উজি ভার্টের।
গত ফেব্রুয়ারি মাসে অস্ত্রোপচার করে কপালে দুইশ কোটি টাকা মূল্যের হীরা বসিয়ে আলোচনায় এসেছিলেন মার্কিন র্যাপার লিল উজি ভার্ট। মহামূল্যবান ওই গোলাপি হীরা তিনি কিনেছিলেন একজন গহনা ডিজাইনারের কাছ থেকে। শখের সেই হীরাটি ছিনিয়ে নিলো তার ভক্তরা।
সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো সম্প্রতি জানিয়েছে এ খবর।
জানা যায়, কপালের ঠিক মাঝখানে অস্ত্রোপচার করে বসিয়েছিলেন গোলাপি রঙের হীরাটি। যার মূল্য ২৪ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি ২০০ কোটি টাকার কিছু বেশি)। র্যাপার লিল উজি ভার্ট হীরাটি কপালে বসিয়েছিলেন অনেকটা শখের বশে। সে সময় সংবাদ শিরোনামও হয়েছেন।
শখের সেই হীরাই এবার কপাল কেটে ছিনিয়ে নিলেন ভক্তরা। তার রক্তাক্ত হওয়ার ছবিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মায়ামিতে রোলিং লাউড ফেস্টিভ্যালে শো করতে গিয়েছিলেন লিল। শো করার সময় তিনি যখন মঞ্চ থেকে দর্শকদের মাঝে নেমে আসেন, তখনই তাকে ঘিরে ধরেন ভক্তরা। অভিযোগ, তাদের মধ্যে থেকেই কেউ হীরাটি তুলে নিয়েছেন।
লিল জানান, এই মহামূল্যবান হীরা কেউ যাতে চুরি করতে না পারে সে জন্যই কপালে বসিয়েছিলেন তিনি।
‘২০১৭ সালে এই হীরাটি চোখে পড়ে। তারপর থেকেই কেনার সিদ্ধান্ত নেই। ২০০ কোটি টাকায় সেটি গহনা ডিজাইনার ইলিয়ট এলিয়েন্টের কাছ থেকে কিনি।’ ১১ ক্যারেটের হীরাটির বিমাও করিয়েছিলেন। তবু শেষ রক্ষা হলো না।