মোঃ মিজানুর রহমান আকন্দ :
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে ভালকি গ্রামের খাল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। ২৩ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি সরেজমিনে গিয়ে দেখেন যে, খালে বাঁশের তৈরী বাঁধ (হোকোশ) দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে মাছ ধরা হচ্ছে।
কৃত্রিম বাঁশের বাঁধের ফলে আবাদি জমি পানির নিচে তলিয়ে যাচ্ছে। ফলে জমি থাকা সত্বেও অনেকে ধান আবাদ করতে না পেরে কষ্টে জীবনযাপন করছেন। তাৎক্ষণিক তিনি খালে কৃত্রিমভাবে তৈরিকৃত বেশ কয়েকটি বাঁশের বাঁধ অপসারণ করেন।
এছাড়া পানির স্বাভাবিক প্রবাহে বাধাঁ সৃষ্টি করার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জনকে এক হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম তালুকদারসহ স্থানীয় লোকজন।