মোঃ মিজানুর রহমান আকন্দ (ফুলপুর,ময়মনসিংহ) :
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ভারতীয় শাড়ী-কাপড় সহ দুই জনকে আটক করেছে ফুলপুর থানা পুলিশ। ২৭ শে সেপ্টেম্বর সোমবার ভোররাতে উপজেলার বওলা বাজার এলাকায় ঢাকা মেট্রো-ড ১৪-৫৫৬৮ নাম্বারের শাড়ী ভর্তি পিকাপ ভ্যানটি আটক করে টহল পুলিশের এএসআই মোঃ রফিকুল ইসলাম।
পরে এসআই আশরাফুল ও এএসআই রাশেদুল সঙ্গীয় ফোর্স এসে আটককৃত মালের জব্দ তালিকা করে পিকআপ ভ্যানসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় পিকআপ ভ্যান থেকে আনুমানিক ৬৫০ পিস ভারতীয় শাড়ী জব্দ করা হয়।
আটককৃতরা হলো ময়মনসিংহ শহরের শিকারীকান্দা এলাকার গিয়াস উদ্দিনের পুত্র ড্রাইভার আকরাম হোসেন (২২) এবং নেত্রকোনা জেলার কলমাকান্দা জিগারতলা এলাকার মোহাম্মদ আবদুল কাদিরের পুত্র হেলপার সোহাগ (২৫)। ফুলপুর থানার এসআই আশরাফুল আলম জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, শাড়ী গুলো তারা ধৌবাউড়া থেকে ময়মনসিংহ শহরে পলাশ নামের এক কাপড় ব্যবসায়ীর জন্য নিয়ে যাচ্ছিলেন।