আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত হয়েছে। শুক্রবার কান্দাহারে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।
প্রদেশের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার দুপুরে কান্দাহারের সবচেয়ে বড় শিয়া মসজিদ বিবি ফাতিমাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাৎক্ষনিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তিনি তিনটি বোমা বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর একটি মসজিদের প্রধান ফটকে, দ্বিতীয়টি দক্ষিণ প্রান্তে এবং তৃতীয়টি অজু করার স্থানে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালে হতাহতদের দিয়ে পূর্ণ। প্রতিমুহূর্তে হতাহতদের নিয়ে আসা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খোস্তি জানিয়েছেন, বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের বিস্তারিত তথ্য অনুসন্ধান করছেন কর্তৃপক্ষ।
এর আগে গত সপ্তাহে কুন্দুজের একটি শিয়া মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছিল। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছিল।