ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)সংবাদদাতা :
ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সারা দেশের ন্যায় নানা আয়োজনে প্রথম বারের মতো পালিত হয়েছে শেখ রাসেল দিবস। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা এ এসএম সনোয়ার রাসেল, ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, সিরাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, শিক্ষার্থী নাবিলা বিনতে জামান প্রমুখ।
আলোচনা শেষে চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও কৃষি বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে তাল গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়াও বাদ জোহর মসজিদ বিশেষ মোনাজাত ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।