আলী কায়সার, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে মোবাইল কোর্টের মাধ্যমে তিনটি প্রতিষ্ঠানকে ভেজাল পণ্য বিক্রি করার অপরাধে দশ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১ টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনোনিতা দাস উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া বাজারে উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন। ভোক্তা অধিকার আইনের ৫২ ও ৩৮ ধারায় ভেজাল পণ্য বিক্রি করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে দশ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্টানগুলো হল, মিস্টার কেক হাউজকে পাঁচ হাজার টাকা, ভাই ভাই হোটেলকে পাঁচ হাজার টাকা এবং বিলাস মিষ্টান্ন ভান্ডারকে পাঁচশত টাকা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আবদুর রউফ তালুকদার, উপজেলা ভূমি অফিসের নাজির মুমিনসহ স্থানীয় পুলিশ প্রশাসন।