হালুয়াঘাটে ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস পালন

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২১

এম,এ খালেক হালুয়াঘাট (ময়মনসিংহ ) প্রতিনিধি :
আজ ৩রা নভেম্বর ময়মনসিংহের হালুয়াঘাটে ঐতিহাসিক তেলিখালি যুদ্ধ দিবস। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবময় দিন। এ দিনে হালুয়াঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এই তেলিখালী মহান স্বাধীনতা যুদ্ধের এক ঐতিহাসিক রণাঙ্গণ।

১৯৭১সালের এই দিনে হালুয়াঘাট উপজেলার তেলিখালী রণাঙ্গণ হয়ে উঠেছিল পাঁচ ঘণ্টার রক্তক্ষয়ী এই যুদ্ধে ১২৪ জন পাকিস্তানি সেনা ও তাদের শতাধিক সহযোগী রাজাকার আলবদরসহ ২৩৪ জনকে খতম করে মুক্তিযোদ্ধাদের যৌথবাহিনী। এতে শহীদ হন মিত্রবাহিনীর ২১ জন জওয়ান ও সাতজন বীর মুক্তিযোদ্ধা।

দিবসটি উপলক্ষে সকালে আনুষ্ঠানিকভাবে তেলিখালি স্মৃতিসৌধ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণ মহান শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মৃতিচারন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) তৌহিদুর রহমান , উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, ময়মনসিংহ সাবেক জেলা কমান্ডার আব্দুর রব, সাবেক যুগ্ন আহবায়ক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আব্দুর রাজ্জাক,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ অফিসার ইনর্চাজ শাহীনুজ্জামান খান সহ মুক্তিযোদ্ধা পরিবার ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবগ্য ।