স্টাফ রিপোর্টার, নকলা :
তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় শেরপুরের নকলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়নে চেযারম্যান পদে ৩৫, সংরক্ষিত ৮৯ এবং সাধারণ সদস্য পদে ২৮৬ জন প্রার্থী রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে ১ নম্বর গণপদ্দী ইউনিয়নে ৩ জন, ২ নম্বর নকলা ইউনিয়নে ৪ জন, ৩ নম্বর উরফা ইউনিয়নে ২ জন, ৪ নম্বর গৌড়দ্বার ইউনিয়নে ৬ জন, ৫ নম্বর বানেশ্বর্দী ইউনিয়নে ৫ জন, ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়নে ৫ জন, ৭ নম্বর টালকী ইউনিয়নে ৬ জন, ৮ নম্বর চরঅষ্টধর ইউনিয়নে ২ জন এবং ৯ নম্বর চন্দ্রকোনা ইউনিয়নে ২ জন প্রার্থী রয়েছেন।
গণপদ্দী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন মো. শামছুর রহমান – নৌকা, মো. আমীর হামজা – মোটর সাইকেল (বিদ্রোহী) ও মো. কামাল মিয়া – আনারস (স্বতন্ত্র)।
নকলা ইউনিয়নে মো. আনিসুর রহমান – নৌকা, মো. আবু বকর ছিদ্দিক – মোটর সাইকেল (বিদ্রোহী), মো. আব্দুল হালিম – ঘোড়া (বিদ্রোহী) ও মো. মুরাজ্জামান – আনারস (স্বতন্ত্র)।
উরফা ইউনিয়নে মুহাম্মদ রেজাউল হক হীরা – নৌকা ও মুহাম্মদ নুরে আলম – চশমা (বিদ্রোহী)।
গৌড়দ্বার ইউনিয়নে মো. শওকত হুসেন খান – নৌকা, মো. হামিদুল ইসলাম – ঘোড়া (বিদ্রোহী), মো. মোবারক হোসেন – চশমা (স্বতন্ত্র), খন্দকার রবিউল করিম – আনারস (বিদ্রোহী), মো. মনির খান – মোটর সাইকেল (বিদ্রোহী) ও খন্দকার ইলিয়াস হোসেন – লাঙ্গল।
বানেশ্বর্দী ইউনিয়নে আঞ্জুমান আরা বেগম – নৌকা, মো. শরীয়ত উল্লাহ – হাতপাখা (স্বতন্ত্র), মো. সহিদুল ইসলাম – মোটর সাইকেল (স্বতন্ত্র), মো. মাজহার“ল আনোয়ার – আনারস (বিদ্রোহী) ও খন্দকার জাকির হোসেন – চশমা (স্বতন্ত্র)।
পাঠাকাটা ইউনিয়নে মো. আব্দুস ছালাম – নৌকা, মো. মোবারক হোসেন – আনারস (স্বতন্ত্র), মো. আব্দুল হক – চশমা (স্বতন্ত্র), মো. মোজাম্মেল হক ফকির – মোটর সাইকেল (স্বতন্ত্র) ও মো. মোবারক হোসেন – হাতপাখা (স্বতন্ত্র)।
টালকী ইউনিয়নে মো. বদর“জ্জামান – নৌকা, মো. মাজহারুল ইসলাম – টেলিফোন (বিদ্রোহী), মো. সায়েদুল হক – আনারস (বিদ্রোহী), মো. জহির“ল ইসলাম – মোটর সাইকেল (স্বতন্ত্র), মোজাফফর মহিউদ্দিন – ঘোড়া (স্বতন্ত্র) ও এসএম খোরশেদ আলম – চশমা (বিদ্রোহী)।
চরঅষ্টধর ইউনিয়নে মো. গোলাম রব্বানী – নৌকা ও মো. শাহজাহান – আনারস (স্বতন্ত্র)।
চন্দ্রকোনা ইউনিয়নে মো. সাজু সাইদ ছিদ্দিকী – নৌকা ও মো. কামরুজ্জামান – আনারস (বিদ্রোহী)।