নান্দাইলে ৬ দিনব্যাপী মৎস্য চাষ প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২১

শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল আঞ্চলিক অফিস :

অনুৎপাদনশীল, অসংগঠিত, কর্মপ্রত্যাশী যুবকদের সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমুখী শক্তিতে রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করণের নিমিত্তে -রাজস্ব খাতের আওতায় ময়মনসিংহের নান্দাইলে ৬ দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক মৎস্য চাষ প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) সকালে খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজারে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট মিলনায়তনে এই প্রশিক্ষণ শুরু হয়।

উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে, মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় উক্ত প্রশিক্ষণে ৩০ জন স্থানীয় প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

ট্রাস্টের কো-অর্ডিনেটর মুহাম্মদ তারিক জামিলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো.ফয়েজ উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো.ওয়ালী উল্লাহ। আত্মকর্মী হিসেবে বক্তব্য রাখেন মোজ্জাম্মেল হক।

এসময় উপস্থিত ছিলেন ট্রেইনার মো. আবুল হোসেন। ট্রাস্টের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুছ ছাত্তার প্রমুখ।