স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহ বিশ্ব মানবাধিকার উদযাপন পরিষদ আয়োজিত ১০ ডিসেম্বর ৭৩তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী, আলোচনা, লিফলেট বিতরণ ও মানবতার পক্ষে অবস্থান কর্মসুচী পালন করেছে। শুক্রবার বিকালে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃঞ্চচুড়া চত্বরে বেলুন উড়িয়ে র্যালী উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র মো: ইকরামুল হক টিটু।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার উদযাপন পরিষদের আহবায়ক কাজী আজাদ জাহান শামীম, যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট শিব্বির আহাম্মেদ লিটন, সদস্য সচিব খন্দকার ফারুক আহমেদ, সমন্বয়ক প্রকৌশলী নুরুল আমীন কালাম প্রমুখ।
র্যালীটি রেলওয়ে কৃঞ্চচুড়া চত্বর থেকে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানবতার পক্ষে অবস্থান কর্মসুচীতে অংশ গ্রহণ করেন।
বিশ্ব মানবাধিকার উদযাপন পরিষদ আয়োজিত র্যালীতে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, সনাক, টিআইবি, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, মাটি, পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলন-পরউআ, বাংলাদেশ মহিলা পরিষদ, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, শুকতারাা, সেতুবন্ধন, ময়মনসিংহ বিভাগীয় নারী উদ্যোক্তা ফাউন্ডেশন, আরডিএস, ব্র্যাক, চেতনা বাংলাদেশ, আশা, ব্যুারো বাংলাদেশ, সুজন-সুশাসনের জন্য নাগরিক, এডাব, শান্তিমিত্র, ইউকেএইড এমজেএফ প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার, ড্যামোক্রেসি ওযাচ, এসবিএসকেএসম, অগ্রগামী, প্রগতি কল্যাণ সংস্থা, রোমান, দেশ, কারিতাস,ওয়ার্ল্ড ভিশন, আসপাডা, গ্রামাউস, অনসাম্বল থিয়েটার, চেতনা সংসদ, বিএনপিএস, জিকেপি, সারা, উসেকা, এফপিএবি, মেরী স্টোপস, সিমবায়োসিম, নিরাপদ সড়ক চাই, সন্দীপন সাংস্কৃতিক সংস্থা, সুর্যের হাসি ক্লিনিক, তৃণমুল উন্নয়ন সংস্থা, তৃণমুল নারী উন্নয়ন সমিতি, এএসকেএস, বন্ধ, এফএইচ, প্রশিকা, শাপলা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, বন্ধন, এআরডি, নিষ্ঠা উন্নয়ন সংঘ, শীলন আবৃত্তি কেন্দ্র, পিস এস্বেসেডর নেটওয়ার্ক-পেন, দি হাঙ্গার প্রজেক্ট, বিশ্ব সাহিত্য কেন্দ্র ময়মনসিংহ ইউনিট ও ময়মনসিংহ সাহিত্য সংসদ সমুহ সংগঠন অংশগ্রহন করেন।