শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক, নান্দাইল :
ময়মনসিংহের নান্দাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো.সুমন মিয়া(৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পরীক্ষার্থীসহ আহত হয়েছেন ৪ জন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) সকাল ৯ টায় কানারামপুর -ত্রিশাল সড়কের চরবেতাগৈর ইউনিয়নে বালিপাড়া ব্রিজের উপরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া পার্শবর্তী গফরগাঁও উপজেলার ঘাগরা গ্রামের মো.সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ, নিহত সুমন মিয়ার ফোফাত ভাই স্বপন মিয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন জানান, মো.সুমন মিয়া বেঙ্গল কোম্পানীতে চাকুরি করেন।
সুমন মোটরসাইকেল চালিয়ে গফরগাঁও থেকে নান্দাইল আসছিলেন।বালিপাড়া ব্রিজ পার হওয়ার সময় চরভেলামারী গ্রামের রাব্বিসহ তিন বন্ধু অপর মোটরসাইকেলে চড়ে এইচএসসি ১ম বর্ষের পরীক্ষা দিতে ত্রিশাল যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় তারা গাড়ি থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সুমন নিহত হন।
নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক সবুর উদ্দিন জানান, নিহতের পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারে কাছে হস্তান্তর করাহয়েছে।