কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নেত্রকোনার দুর্গাপুরে ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়’ স্লোগানে শুদ্ধ সাংবাদিকতার চর্চা,সুন্দর সমাজ বিনির্মাণের অঙ্গীকার এবং দুঃস্থ সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় নিয়ে দুর্গাপুর সাংবাদিক সমিতি’র ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর শহরের কাচারীমোড় এলাকার নগর কফি লাউঞ্জে দুই বছর মেয়াদের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সজীম শাইনকে (দৈনিক আজকের আলোকিত সকাল) সভাপতি ও কলি হাসানকে (দৈনিক আমাদের সময়) সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মামুন রণবীর(নগর বিডি.কম), সাংগঠনিক সম্পাদক রাজেশ গৌড়(দৈনিক আজকের পত্রিকা),যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মিয়া(দৈনিক মানবজমিন), শফিকুল আলম সজীব কোষাধ্যক্ষ(দৈনিক বাংলাদেশ বুলেটিন), নুর আলম দপ্তর সম্পাদক(বাংলাদেশ বার্তা),প্রচার ও প্রকাশনা সম্পাদক হোসাইন আহমেদ হাসান(দৈনিক বাংলাদেশের আলো) পলাশ সাহা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক(দৈনিক ভোরের পাতা),দিলদার হোসেন তালুকদার তথ্য ও প্রযুক্তি সম্পাদক(দৈনিক তৃতীয় মাত্রা) ডা. মাও: আলী উসমান শিক্ষা ও স্বাস্থ্য সম্পাদক(ডিএনবিনিউজ২৪.কম) সাইফুল্লাহ মাসুদ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক(দৈনিক রাজনীতি), কার্যকরি সদস্য হৃদয় হাসান চৌধুরী (দৈনিক সমাচার), সোহেল রানা(সময়ের কণ্ঠ),শফিকুল ইসলাম(স্বদেশ কণ্ঠ প্রতিদিন) ও অন্তর হাজং(দৈনিক আমাদের কণ্ঠ)। ওই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে গত সোমবার(২৭ ডিসেম্বর) এবং সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেণ বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল আজিজ। তিনি সংগঠনের সার্বিক সাফল্য কামনা করে বলেন,মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুর্গাপুর সাংবাদিক সমিতি সেই ভূমিকায় অগ্রপথিক হোক।