গফরগাঁওয়ে অতিদরিদ্রদের জন্য ৪ কোটি টাকার ১৩৫ প্রকল্প কাগজে-কলমে আছে, বাস্তবে নেই

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা :

কাগজে-কলমে কাজ শুরু হয়েছে দুই সপ্তাহ আগে। কিন্ত কোথাও শ্রমিকের দেখা নেই । কাজের হদিস নেই । এ অবস্থা ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন ২০২০-২০২১ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর (ইউজিপি) প্রায় ৪ কোটি টাকার ১৩৫টি প্রকল্পে ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় দ্বিতীয় পর্যায়ে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচীর (৪০দিন ) আওতায় উপজেলার প্রতিটি ওয়ার্ডে একটি করে ১৩৫টি প্রকল্পের নাম চুড়ান্ত করা হয়।

এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য ৪ হাজার ৬’শ ৮৭ জন শ্রমিকের অনুকুলে ৩ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার টাকা, ১৯ লাখ ৯০হাজার ৯’শ ৬৩ টাকার ননওয়েজ কষ্ট এবং ২ লাখ ৭০ হাজার টাকার সরদার মজুরীসহ সর্বমোট ৩ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার ৬’শ ৮০ টাকা বরাদ্ধ দেওয়া হয়। চলতি অর্থবছরের ১০ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা । বৃহস্পতিবার ও শুক্রবার বাদে সপ্তাহে পাঁচদিন কাজ। প্রতি সপ্তাহে ৫ দিন ধরে ৮ সপ্তাহে প্রকল্পগুলোর কাজ বাস্তবায়ন করতে হবে। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরী ২০০ টাকা করে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও কার্যালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, এ উপজেলায় গত ১৭ এপ্রিল শনিবার থেকে কাগজে-কলমে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর (ইউজিপি) কাজ শুরু দেখানো হয়েছে। সরেজমিনে বেশ অনেকগুলো প্রকল্প এলাকা ঘুরে কোন প্রকল্পেই শ্রমিক, কাজ এমনকি সাইনবোর্ডের হদিস পাওয়া যায়নি।
উপজেলার রসুলপুর ইউপি চেয়ারম্যান হাজী সাইফুল এবং দত্তেরবাজার ইউপি চেয়ারম্যান রোকসানা বেগম বলেন, আমরা প্রকল্প ও শ্রমিকদের তালিকা জমা দিয়েছি নিদিষ্ট সময়েই । উপজেলা পিআইও অফিসের নির্দেশনা না থাকায় কাজ শুরু করতে পারছি না । বার বার কাজ শুরুর তারিখ পরিবর্তন করা হচ্ছে।
উপজেলার নিগুয়ারি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রকল্প কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য নূরুল ইসলাম আকন্দ বলেন, কাজ চলছে কি না কিংবা কবে থেকে কাজ চলবে তা আমাদের জানা নেই, আমাদের হাতে কোন কাগজপত্রও নেই ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউপি সদস্য ( মোঃ বাচ্চু মিয়া, ইউপি সদস্য, ৩ নং ওয়ার্ড, উস্থি ইউনিয়ন) বলেন, এই কর্মসূচীর প্রকল্পের কাজের বরাবরের মতো আমরা কিছুই জানি না । অফিসের লোকজন আমাদের কাছ থেকে বিভিন্ন কাগজে স্বাক্ষর নিয়ে যায় । এ পর্যন্তই জানি।
এ প্রকল্পের দত্তেরবাজার ইউনিয়নের তদারকি কর্মকর্তা ও উপজেলা সিনিয়র পল্লী দারিদ্র বিমোচন অফিসার মোঃ মোখলেছুর রহমান জানান, বলা হচ্ছে এ প্রকল্পের কাজ মাঠ পর্যায়ে শুরু হবে কিন্ত এখন পর্যন্ত কাগজপত্র পায়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, এপ্রিলের ১৭ তারিখ না ২৭ তারিখ কবে কাজ শুরু হয়েছে তা বলা যাবে না।
জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মোহাম্মদ বলেন, এ বিষয়ে তার কাছে কোন সঠিক তথ্য নেই, জেনে দিতে পারবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন ২০২০-২০২১ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর (ইউজিপি) ১ম পর্যায়ের প্রকল্পেও গফরগাঁও উপজেলায় অধিকাংশ ক্ষেত্রে কাগজে-কলমে বাস্তবায়ন দেখিয়ে উপজেলা পিআইও অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, তদারকি কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, প্রকল্প বাস্তবয়ন কমিটির সভাপতি ও সদস্যরা মিলে অতিদরিদ্র প্রায় ৪হাজার ৬’শ শ্রমিকের দুই থেকে আড়াই কোটি টাকা ভাগ-ভাটোয়ারা করে নিয়ে যায়।