নান্দাইলে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১

শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক, নান্দাইল :

ময়মনসিংহের নান্দাইলে ২০২১-২২ রবি মৌসুমে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর ) দুপুরের নান্দাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাদিয়া ফেরদৌসির সঞ্চালনায় নান্দাইল উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে ৩০ জন কৃষক – -কৃষাণী অংশ গ্রহণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল মাজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মো. মতিউজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো.রেজাউল করিম।