তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার (২২ মে) উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে সভাপতি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি,উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এরশাদুর রহমান খান, খাদ্য পরিদর্শক নাজমুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, সহসভাপতি মেজবাউল হক রুবেল, সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার প্রমুখ।
চলতি মৌসুমে উপজেলায় সরকারিভাবে ৪০ টাকা কেজি দরে ১২ হাজার ৫৬ মেট্রিক টন চাল ও ২৭ টাকা কেজি দরে ২ হাজার ৮ শত ৩৪ মেট্রিকটন ধান ক্রয়ের বরাদ্দ দেওয়া হয়েছে।