নালিতাবাড়ীতে বিসিআইসি ও বিএডিসি স্যার ডিলারদের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২

এম উজ্জ্বল (নালিতাবাড়ী) শেরপুর:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নালিতাবাড়ী, শেরপুরের আয়োজনে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় কৃষক প্রশিক্ষণ হলরুম ‘তুলসীমালা’য় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উপসহকারী কৃষি কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুর এর উপপরিচালক কৃষিবিদ ড. সুকল্প দাস ফসলের নিবিড়তা বৃদ্ধিকল্পে সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং করণীয় সম্পর্কে আলোকপাত করেন। এছাড়াও তিনি সার মনিটরিং জোরদারকরণের জন্য সংশ্লিষ্ট সকলকে জোর তাগিদ দেন।
এসময় সার ডিলারগণের সাথে মতবিনিময় সভায় নির্ধারিত সময়ে সার উত্তোলন, সার পাচার প্রতিরোধ, সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, কৃষকগণকে বিক্রয়ের রশিদ প্রদান, বিক্রয় রেজিস্টারে কৃষকগণের মোবাইল নম্বর সংরক্ষণ, সকল ডিলারগণের যথাসময়ে সারের আগমনী বার্তা প্রদান, লাল সালু কাপড়ে সারের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা ও ইউনিয়নের বিসিআইসি সার ডিলারগণ সংশ্লিষ্ট ইউনিয়নের খুচরা সার বিক্রেতার নিকট সার বিক্রয় ইত্যাদি বিষয়ে ফলপ্রসু আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুর এর জেলা প্রশিক্ষণ অফিসার জনাব সুলতান আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর কবীর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব ওয়াসিফ রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।