বিনা‘য় পরমাণু কৌশলের মাধ্যমে জলবায়ু পরিবর্তন সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন কর্মশালা

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৩

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এ পরমাণু কৌশলের মাধ্যমে হাওড়, চরাঞ্চল, লবণাক্ত অঞ্চল ও পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তন সহিষ্ণু ফসলের জাত ও ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন প্রকল্পের সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রহুল আমিন তালুকদার।
শনিবার বিনা’র ড. এম এ ওয়াজেদ মিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় বিনা মহাপরিচালক ড. মোফাজ্জল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাকৃবি কৃষি তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রমিজ উদ্দিন, বিনা পরিচালক প্রশাসন ড. আবুল কালাম আজাদ, গবেষণা পরিচালক ড. আব্দুল মালেক, পরিচালক প্রশিক্ষন ও পরিকল্পনা ড. ইকরাম-উল হক, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম, কৃষি বিভাগের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক আশরাফ উদ্দিন। প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. সাকিনা খানম।
এ প্রকল্পের মাধ্যমে লবনাক্ত ও পাহাড়ী এলাকায় বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি কি ভাবে সম্প্রসারণ করা যায় এবং উদ্ভাবন করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় । এ কর্মশালায় ময়মনসিংহ অঞ্চলের কৃষি বিভাগ, বিএডিসি, বিভিন্ন এনজিও , জেলা উপজেলা কৃষি কর্মকর্তা, বীজ ডিলার ও বিভিন্ন অঞ্চলের কৃষক সহ প্রায় দেড়শতাধিক অংশ গ্রহন কারী বিনা‘র বিভিন্ন জলবায়ু পরিবর্তন সহিষ্ণু ফসলের জাত ও ব্যবস্থাপনা নিয়ে দিন ব্যাপি আলোচনা করেন ।