উন্নত টেকনোলজির সাথে খাপ খাইয়ে পরিবর্তিত বিশ্বকে গ্রহণ করতে হবে-বাকৃকবতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি প্যাথলজি বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী অফিসার ড. মোঃ মুশফিকুর রহমান এসব কথা বলেন। পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে প্যাথলজি বিভাগের আয়োজনে ০২ ডিসেম্বর ২০২৩ (শনিবার) সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, ১১টায় সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আলোচনা সভা, বিকেলে নৌকা ভ্রমন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ড. মোঃ মুশফিকুর রহমান আরোও বলেন, প্যাথলজি বিভাগের গত পঞ্চাশ বছরের সবচেয়ে বড় অর্জন আন্তর্জাতিক মানের গবেষক তৈরি। তবে পেছনের বছর গুলোকে বিবেচনা না করে সামনের পঞ্চাশ বছরের পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গবেষণা, শিক্ষা, স্বাস্থ্য ও ইনফ্রাস্ট্রাকচার সকল বিষয়ে প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে কোলাবরেটিভ পদ্ধতিতে কাজ করতে হবে।
সভায় প্যাথলজি বিভাগের প্রধান প্রফেসর ড. মুনমুন পারভীন এর সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী তার ছাত্রজীবন এবং শিক্ষকতার বিভিন্ন সময়ের স্মৃতিচারণের পাশাপাশি বলেন, বাকৃবি প্রশাসনের বর্তমান লক্ষ্য বিশ্ববিদ্যালয়কে উদ্যোক্তা তৈরীর প্রতিষ্ঠান হিসেবে গড়েতোলা। এখানকার গ্র্যাজুয়েটরা চাকরিজীবী নয় বরং চাকরিদাতা হবে।
অনুষ্ঠানে আয়োজক কমিটির সচিব প্রফেসর ড. রোখসানা পারভীন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল আউয়াল, ইন্টার এগ্রো বিডি লিমিটেড এর মহাপরিচালক ড. এ. কে. এম. খসরুজ্জামান, রেনেটা লিমিটেডের পশু স্বাস্থ্য বিভাগের পরিচালক জনাব মোঃ সিরাজুল হক। এছাড়াও সভায় শুভে”ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. আবু হাদী নূর আলী খান। সারাদিনের এ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভেটেরিনারি প্যাথলজি অ্যালামনাই, প্যাথলজি বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।