জাতীয় চিড়িয়াখানা শুক্রবার খুলছে

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২১

স্বজন ডেক্স  : দীর্ঘদিন বন্ধ থাকার পর শুক্রবার বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে চিড়িয়াখানা।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের বেশকিছু নির্দেশনা মেনে চলতে হবে। দর্শনার্থীদের চিড়িয়াখানা চত্বরে জটলা করা যাবে না। ভেতরে চলাচলে একমুখী পথ ব্যবহার করতে হবে।

সবাইকে হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করতে হবে জানিয়ে তিনি বলেন, এজন্য চিড়িয়াখানার ভেতরে ১২টি জায়গায় হাত ধোয়ার জন্য হ্যান্ডস্যানিটাইজার রাখা হবে।