বাবুল সাহা ভারত:
পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘরে নানা আয়োজনের মধ্যে দিয়ে , উদযাপন হলো “বঙ্গবন্ধু জন্মশতবর্ষ”। চোখ পত্রিকা উভয় বাংলা’র আয়োজনে ১৭ মার্চ বুধবার সন্ধ্যায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে – পুস্পমাল্য অর্পণ ও নীরবতা পালনের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা ঘটে। কবি অমল কর, শ্রীমতি নন্দিনী ও দীপশিখা চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠান ছিল প্রানবন্ত।
আয়োজক সংস্থার কবি মানিক দে প্রতিনিধিকে জানান, বিগত ২৭ বছর ধরে, দুই বাংলায় একসাথে চোখ পত্রিকা প্রকাশিত হয়ে আসছে। দুই বাংলার বহু প্রবাদ প্রতিম সাহিত্যিক এই পুরস্কার পেয়েছেন।
এই বছর মনন সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা প্রাবন্ধিক স্নেহাশীষ চক্রবর্তী চোখ সাহিত্য পুরস্কার গ্ৰহন করেছেন। এই সংস্থার পক্ষ থেকে স্মৃতিকণা ভাদুড়ী,মৈত্রী বসু, পুস্পিতা নন্দী চ্যাটার্জী, বৈশাখী মৈত্র চ্যাটার্জী,পাঠ ও আবৃত্তি সভায় সকলকে তৃপ্তিদান করেছে।
এছাড়াও গান, আবৃত্তি ও কবিতায় উপস্থিত অনেকেই অংশগ্রহণ করেছেন। কর্মসূচীর মধ্যে ছিল গ্ৰন্থ প্রকাশ, শত কবির শত কবিতায় বঙ্গবন্ধু (দ্বিতীয় সংস্করণ), দীপশিখা চৌধুরীর ‘বিন্দু থেকে বৃত্তে”। বিজয় স্মারক-১৪২৭ পেয়েছেন, কবি ও বঙ্গবন্ধু গবেষক গোপাল চক্রবর্তী।
এছাড়াও বঙ্গবন্ধু শতবর্ষ স্মারক-১৪২৭, কবি সুভাষ স্মারক, কবি শামসুর রহমান স্মারক, চোখ সাহিত্য পুরস্কার, যোগমায়া দে স্মৃতি পুরস্কার, নির্বাচিত বিভিন্ন কবি, সাহিত্যিকদের মাঝে পুরস্কার গুলো তুলে দেওয়া হয়।
সার্বিকভাবে এ কর্মসূচির উদ্যেগ ও আয়োজনে ছিলেন ,মানিক দে, অমল কর, ব্রীজেশ সিং,জয়ন্ত রসিক, দীপশিখা চৌধুরী,আনসার উল হক,তাপস অধিকারী,বিপ্লব দে, চুমকি দাস কয়াল, সামছুল আলম প্রমূখ।