লংমার্চে হামলায় পায়ে গুলিবিদ্ধ ইমরান খান

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২২
আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার ঘটনায় দলটির এক কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত পিটিআই সিনেটর ফয়সাল জাভেদের বরাতে এ তথ্য জানায় জিও টিভি।

এদিকে এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ওয়াজিরাবাদে তার কন্টেইনার লক্ষ্য করে গুলিবর্ষণ করা হলে তিনি এবং সিনিয়র নেতা ফয়সল জাভেদ ও আহমদ চাত্তা আহত হন।

ইমরান খান পায়ে গুলিবিদ্ধ হওয়া এবং তাকে লক্ষ্য করে লংমার্চে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী। পাকিস্তানের আজ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, হামলায় ইমরান খানসহ তিন জন আহত হয়েছেন।

একাধিক টেলিভিশন চ্যানেলে পায়ে ব্যান্ডেজ বাঁধা ইমরান খানকে দেখা গেছে। নিরাপত্তা টিমের সহযোগিতায় তাকে কন্টেইনার থেকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে।

ডন নিউজ টিভির খবরে বলা হয়েছে, ইমরান খানকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। পাঞ্জাব পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

আগাম নির্বাচনের দাবিতে পিটিআইর লংমার্চ নিয়ে ইসলামাবাদ যাওয়ার পরিকল্পনা রয়েছে ইমরান খানের।

পিটিআই দলের নেতা ইমরান ইসমাইল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর পায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে।

বোল টিভিকে তিনি বলেছেন, যখন হামলা হয় তখন তিনি ইমরান খানের পাশে ছিলেন। হামলাকারী ছিল একেবারে কন্টেইনারের সামনে এবং হাতে ছিল একে-৪৭ রাইফেল।

এদিকে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলায় গ্রেফতার হওয়া একমাত্র সন্দেহভাজন ব্যক্তির স্বীকারোক্তির একটি ভিডিও বক্তব্য প্রকাশ হয়েছে। এতে সন্দেহভাজন ব্যক্তি দাবি করেছে, জনগণকে বিভ্রান্ত করায় ইমরানকে হত্যার চেষ্টা করেছে সে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে।

বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের লংমার্চে হামলায় গুলিবিদ্ধ হয়েছেন ইমরান খান। এসময় আহত হয়েছেন আরও কয়েকজন পিটিআই নেতা।

হত্যা চেষ্টা ও হামলার স্বীকারোক্তিমূলক বক্তব্যে সন্দেহভাজন ব্যক্তি বলেছে, ইমরান জনগণকে বিভ্রান্ত করছিলেন। আমি এটি মেনে নিতে পারছিলাম না। তাই আমি তাকে হত্যার চেষ্টা করি।

ওই ব্যক্তি আরও বলে, সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে হত্যা করার। আমি শুধু ইমরান খানকে হত্যা করতে চেয়েছিলাম, অন্য কাউকে নয়।

বক্তব্যে সন্দেহভাজন জানায়, ইমরান খান লাহোর ছেড়ে যাওয়ার পর হত্যা চেষ্টার পরিকল্পনা করে আসছে সে।

হামলায় তার কোনও সঙ্গী রয়েছে কিনা জানতে চাইলে সে জানায়, আমার সঙ্গে আর কেউ নেই। আমি একা।