৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে শিশুকে জীবিত উদ্ধার

তুরস্ক ও সিরিয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়ে

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর ছয় দিন পেরিয়ে গেছে। এরই মধ্যে মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়ে গেছে। ধ্বংসযজ্ঞের ব্যাপকতার কারণে জীবিত উদ্ধারের আশাও ক্ষীণ হয়ে যাচ্ছে। এরই মধ্যে অলৌকিক কিছু ঘটনা ঘটছে। সর্বশেষ রোববার প্রায় ১৫০ ঘণ্টা পর ১০ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ইস্তাম্বুল নগর কর্তৃপক্ষ জানিয়েছে, হাতায় প্রদেশের একটি ধসে যাওয়া ভবনের নিচ থেকে ছয় দিন পর ১০ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা মেঝেতে বড় আকারে গর্ত তৈরি করেছেন। ওই পথ দিয়ে শিশুটিকে টেনে বের করে আনা হচ্ছে। পরে তাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে ওঠানো হয়।

শিশুটির বর্তমান পরিস্থিতি কী তা অবশ্য জানায়নি তুর্কি কর্তৃপক্ষ।