আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সংস্থার সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশেন উদ্বোধন করেছেন। মঙ্গলবার নিউ ইয়র্কে সংস্থার সদর দপ্তরে উদ্বোধনী ভাষণ দেন তিনি।
গুতেরেস তার উদ্বোধনী ভাষণে বিশ্ব পরিস্থিতির অত্যন্ত ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। তিনি বন্যায় আক্রান্ত লিবিয়ার ডেরনার পরিস্থিতির দিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, আফ্রিকার এই দেশটির বাসিন্দারা ‘সংঘাতের শিকার, জলবায়ু বিশৃঙ্খলার শিকার এবং যে বিশ্ব নেতারা তাদের সহায়তার জন্য যথেষ্ট কাজ করছেন না তাদের অবহেলার শিকার।’
জাতিসংঘ মহাসচিব বলেছেন ‘বিশ্ব এখন দারিদ্র্য,অসমতা ও সংঘাতের বিষয়ে জগাখিচুড়ির মধ্যে রয়েছে – এবং তবুও বিশ্ব একত্রিত হচ্ছে না। বিভিন্ন ব্লকে জড়ো হওয়া বিশ্ব নেতাদের মধ্যে ভাঙ্গন রয়েছে।’
লিবিয়ায় বন্যায় হাজার হাজার মানুষের মৃত্যু ‘আমাদের বিশ্ব পরিস্থিতির দুঃখজনক চিত্র’ উল্লেখ করে তিনি বলেছেন, ‘মৃতদেহগুলো লিবিয়া উপকূলে ভেসে আসছে, যেখানে বছরের পর বছর যুদ্ধ এবং অবহেলার পরে বাঁধ ভেঙে গেছে – একই ভূমধ্যসাগরে যেখানে কোটিপতিরা তাদের বিলাসবহুল প্রমোদতরীগুলোতে সামাজিকীকরণ করছেন।’
গুতেরেস জানান, লিবিয়ার বিপর্যয় ‘আমাদের মধ্যে চ্যালেঞ্জ মোকাবেলায় অসাম্য, অবিচার, অক্ষমতার’ প্রতিনিধিত্ব করে।