হামাসের শক্তিশালী সামরিক ঘাঁটি দখলের দাবি ইসরায়েলের

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজা উপত্যকার ভেতর হামাসের একটি শক্তিশালী সামরিক ঘাঁটি দখল করেছে তাদের সেনারা।

মঙ্গলবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ‘গতকাল গাজার উত্তরাঞ্চলে হামাসের একটি শক্তিশালী সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনারা। ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং লঞ্চার, অস্ত্র এবং নজরদারির বিভিন্ন যন্ত্রাংশ পেয়েছেন সেনারা।’

এছাড়া গাজার ভেতর থাকা সেনাদের সহায়তায় হামাসের একটি সেলে বিমান হামলা চালানোর দাবিও জানিয়েছে আইডিএফ। বিবৃতিতে তারা বলেছে, ‘স্থল সেনাদের সহযোগিতায়, আইডিএফের একটি যুদ্ধবিমান হামাসের একটি সেলে আঘাত হেনেছে। ওই সেলে হামাসের ১০ সদস্য ছিলেন। হামলার পর সেখানে একটি ট্যাংক বিধ্বংসী সেলের সন্ধান পান সেনারা। স্থল সেনারা বিমানবাহিনীকে পরবর্তীতে সেখানে হামলা চালাতে বলেন।’

হামাসের আরও কয়েকটি মর্টার ছোড়ার স্থানেও আঘাত হানার দাবি করেছে ইসরায়েল।

এছাড়া গাজার দ্বিতীয় বৃহৎ চিকিৎসাকেন্দ্র আল-কুদস হাসপাতালের কাছেও হামলা চালানোর দায় স্বীকার করেছে দখলদার ইসরায়েল। এ ব্যাপারে বিবৃতিতে আইডিএফ বলেছে, ‘আল-কুদস হাসপাতালের পাশের একটি ভবনে অবস্থান নেওয়া হামাসের একাধিক সদস্যকে শনাক্ত করেন সেনারা। এরপর সেখানে একটি বিমান হামলা চালায়। ওই হামলার পর সেখানে দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ হয়। এতে বোঝা যাচ্ছে, বেসামরিক এলাকায় অস্ত্র মজুদ করেছিল হামাস।’

তবে ইসরায়েলিদের এ দাবির ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হামাস। যদিও ফিলিস্তিনি এ সশস্ত্র গোষ্ঠী আগেই জানিয়েছে, হাসপাতাল বা বেসামরিক এলাকায় তাদের কোনো অবকাঠামো নেই।