![ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, আইন সংশোধনের সিদ্ধান্ত](https://dailyswajan.com/wp-content/uploads/2020/10/11111111-15.jpg)
স্বজন ডেক্স : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রীসভায় উত্থাপন করা হবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) টেলিফোনে এ বিষয়ে জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, একটা জনগোষ্ঠীর দাবি হলো ধর্ষণের সাজা সর্বোচ্চ মৃত্যুদণ্ড হওয়া উচিত। সেটাকে বিবেচনায় রেখে আমরা সংশোধন করতে যাচ্ছি।
আগামী সোমবার (১২ অক্টোবর) মন্ত্রীসভার বৈঠকে আইন সংশোধনের প্রস্তাব উত্থাপন করা হবে। মন্ত্রীসভায় উত্থাপনের আগে এ বিষয়ে কিছু বলতে পারি না।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, গতকাল বুধবার (৭ অক্টোবর) আইনমন্ত্রী বলেছিলেন, জনগণের দাবির মুখে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা যায় কি-না তা বিবেচনা করছে সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে ধর্ষণের সাজা যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার। বিষয়টি সরকার সর্বোচ্চ অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। কারণ আইন মানুষের জন্য।