স্বজন ডেক্স : বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে বিষাদের ছায়া অবশেষে উঠলো। পেরিয়ে গেছে একটি বছর। নিষেধাজ্ঞা কাটিয়ে এখন মুক্ত সাকিব আল হাসান। স্পট ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে দুই বছরের জন্য নিষিদ্ধ হলেও দোষ স্বীকার করে নেওয়া একবছরের শাস্তি স্থগিত করে আইসিসি।
২৮ অক্টোবর সাকিবের শাস্তির মেয়াদ শেষ হয়েছে। (বৃহস্পতিবার) থেকে তিনি মুক্ত, সব ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন তিনি। ঘড়ির কাঁটায় রাত ১২টা ছুঁতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সতীর্থরা আবেগঘন পোস্টে স্বাগত জানিয়েছেন এই অলরাউন্ডারকে। মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সৌম্য সরকার থেকে শুরু করে অনেক ক্রিকেটার অভিনন্দন জানিয়েছেন সাকিবকে।
সাকিবের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিও তার ফেরার দিনে তাদের প্রত্যাশার কথা জানিয়েছে, ‘ইনশাল্লাহ, নবাব আবার শাসন করবে বিশ্ব ক্রিকেট। সময়ের পরিক্রমায় সেই কষ্টও শেষ। (বুধবার দিবাগত রাত ঠিক ১২টায়) আবার ক্রিকেটে ফিরলেন বাংলাদেশ ক্রিকেটের অনেক প্রথম-এর নায়ক সাকিব আল হাসান। ওয়েলকাম ব্যাক, সুপারম্যান।’