স্বজন ডেক্স : মাহমুদউল্লাহ রিয়াদ এর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছে তাই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা হচ্ছে না এই নির্ভরযোগ্য ব্যাটসম্যানের।
তবে নিষেধাজ্ঞা কাটিয়ে দেশে ফেরা সাকিব আল হাসানের জন্য সুসংবাদ। তিনি করোনা নেগেটি প্রমাণিত হয়েছেন। শনিবার করোনা টেস্ট করিয়েছিলেন এ দুজন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে, সাকিবের করোনা নেগেটিভ এসেছে। আর মাহমুদউল্লাহর রিপোর্টে পজিটিভ ফল এসেছে।
শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও বিষয়টি মাহমুদউল্লাহ রিয়াদের জন্য বড় ধরনের দুঃসংবাদ।
কারণ আগামী ১০ নভেম্বর পিএসএলে অংশ নিতে দেশছাড়ার কথা ছিল তার। পিএসএলে মুলতান সুলতানের হয়ে খেলার কথা ছিল তার। আর ওই টুর্নামেন্টে অংশ নিতেই করোনা পরীক্ষা করিয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু করোনা টেস্টে পজিটিভ ফল আসায় এবারের পিসিএলে অংশ নেয়ার সুযোগ হাতছাড়া হলো এ অলরাউন্ডারের।