স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) ‘টেকসই উন্নয়ন অভিষ্ট’ (এসডিজি) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহে অবস্থিত বিনা’র ড. এম এ ওয়াজেদ মিয়া অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আব্দুর রৌফ। কর্মশালায় এসডিজি বিষয়ক মূল বক্তব্য উপস্থাপন করেন কৃষি মন্ত্রণালয়ের উপ সচিব এম এস ইমরুল হোসেন।
এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন বিনা’র গবেষণা পরিচালক ড. হোসনেয়ারনা বেগম, পরিচালক প্রশাসন ড. আবুল কালাম আজাদ ও পরিচালক প্রশিক্ষণ ড. মো. জাহাঙ্গীর আলম। কর্মশালায় এসডিজি বিষয়ক বিনা’র অগ্রগতি নিয়ে আলোচনা করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাফেজ মো. ইকরাম উল হক।
কর্মশালায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের অভিষ্ট লক্ষ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের দেশের উন্নয়নও ত্বরান্বিত হবে। টেকসই উন্নয়নের আওতায় নিরাপদ ও পুষ্টি খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়াও বক্তারা বলেন টেকসই উন্নয়ন বাস্তবায়নে পরিবেশ বান্ধব কৃষি ও পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। এই লক্ষে কৃষি বিজ্ঞানীদের মুখ্য ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিব কর্মকর্তা ড. সাকিনা খানম। এই কর্মশালায় বিনা’র প্রধান কার্যলায়ে কর্মরত বিজ্ঞানী ও কর্মকর্তারা অংশ গ্রহন করেন।