সিটি কর্পোরেশনের সম্প্রসারিত এলাকায় দ্রুত সময়ে উন্নয়ন কাজ করা হবে-মসিক মেয়র টিটু

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেছেন মেয়র মো: ইকরামূল হক টিটু।


গতকাল বুধবার ৭ অক্টোবর বিকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের বাস্তবায়নে রঘুরামপুর পুর্ব পাড়া মোজাফ্ফর মেম্বারের বাড়ীর গোরস্থানের বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ, রঘরামপুর টারপাড়া গোরস্থানের সংযোগ সড়ক আরসিসি দ্বারা নির্মাণ কাজ, ঝাউগড়া সাদির ফকির বাড়ির রাস্তা আরসিসি দ্বারা নির্মাণ কাজ ও রঘুরামপুর ঠাকুরপাড়া রাস্তা আরসিসি দ্বারা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহজাহান, ৩১.৩২ ও ৩৩নং সংরতি ওয়ার্ড কাউন্সিলর ফরজানা ববি কাজলী, সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব, মহানগর কৃষকলীগের সভাপতি এবি সিদ্দিক, সাবেক অধ্য ড. সিরাজুল ইসলামসহ রাজনৈতিক ব্যক্তি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে উন্নয়ন কাজ ও বিভিন্ন রাস্তাঘাট পরিদর্শন করেন।
উদ্বোধন কালে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, সিটি কর্পোরেশনের সম্প্রসারিত এলাকাগুলো একেবারে অউন্নত হওয়ায় পর্যায়ক্রমে এ সকল এলাকায় রাস্তাঘাট, ড্রেন, পানি নিষ্কাসন বিশুদ্ধ পানি, স্যানিটেশন ব্যবস্থা ও আলোকসজ্জার কাজ করা হবে।

মেয়র টিটু আরো বলেন, সিটি মেয়র এর দায়িত নেওয়ার কয়েক মাস পরই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় কাজের গতি কিছুটা কমে গেছে। তাই আগামীতে সিটি কর্পোরেশনের সম্প্রসারিত এলাকাগুলোতে দ্রুত সময়ের মধ্যে উন্নয়ন কাজ করা হবে।