স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যবিধি মেনে বছরের প্রথম দিনে শুক্রবার ময়মনসিংহে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা।
এ বছর প্রথম শেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ১৪ লাখ ৪৩ হাজার ৫৮১ জন শিক্ষার্থীর মাঝে এক কোটি ১৪ লাখ ২৮ হাজার ২১২টি বই বিতরণ করা হয়। এছাড়াও প্রাক প্রাথমিক শিক্ষার্থী (শিশু) এক লাখ ৩ হাজার ৪শত শিক্ষার্থীর মাঝে একটি করে এক লাখ ৩ হাজার ৪শত বই বিতরণ করা হয়।
সকালে নগরীর নওমহল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল আলম আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন।
এ সময় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিবন আরা বেগম, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ইনস্টাক্টর আবুল কালাম মোহাম্মদ মহিউদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিগার সুলতানা, নওমহল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান রোকসানা পারভীনসহ অন্যান্য শিকক্ষ-শিকিক্ষাগণ উপস্থিত ছিলেন। পরে তিনি পুঠিয়ালির চর, খাগডহর সরকারী বিদ্যালয়ে বই বিতরণ করেন।
জেলা প্রাথমিক শিা অফিস জানায়, ময়মনসিংহে ২ হাজার ১৪০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনসহ প্রায় ৫ হাজার শিা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৮ লাখ ১১ হাজার ৮৪জন শিার্থীর মাঝে ৩৩ লাখ ৪৮ হাজার ৩১০টি বই বিতরণ করা হয়েছে। এছাড়া প্রাক প্রাথমিক শিা (শিশু শ্রেণী) পর্যায়ে এক লাখ ৩ হাজার ৪শত শিশুকে একটি করে বই বিতরণ করা হয়েছে। জেলা প্রাথমিক শিা কর্মকর্তা মোঃ শফিউল আলম জানান, ময়মনসিংহে ৩৯ লাখ ৭২ হাজার ৩০০ বইয়ের লমাত্রা অনুসারে চাহিদাপত্র পাঠানো হয়েছে। এর মাঝে ৩৩ লাখ ৪৮ হাজার ৩১০টি বই এসে পৌছেছে। বই নিয়ে কোন সংকট নেই।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, ইবতেদায়ী, দাখিল, বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন, এসএসসি (ভোক), দাখিল (ভোক), ট্রেড সহ ৬ষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ৬ লাখ ৩২ হাজার ৪৯৭ জন শিক্ষার্থীর মাঝে ৮০ লাখ ৭৯ হাজার ৯০২টি বই বিতরণ করা হয়েছে।
এর মাঝে ইবতেদায়ি এক লাখ ৩৪ হাজার ২২৫ জনের মাঝে ৯ লাখ ৫৩ হাজার ৩১৮, দাখিল এক লাখ ১ হাজার ৫৩৭জনের মাঝে ১৪ লাখ ৯০ হাজার ৮২৮, বাংলা ভার্সন ৩ লাখ ৭৭ হাজার ৪৫ জনের মাঝে ৫৪ লাখ ৫২ হাজার ২৩৬টি, ইংরেজি ভার্সন ৪৯০ জনের মাঝে ৭ হাজার ১৯০টি, এসএসসি ভোক ৯ হাজার ২৫ জনের মাঝে এক লাখ ১৭ হাজার ৩২৫টি, দাখিল ভোক ৬৪০ জনের মাঝে ৯ হাজার ২৮০টি, ট্রেড শাখায় ৯ হাজার ৫৩৫জনের মাঝে ৪৯ হাজার ৭২৫টি বই প্রদান করা হয়েছে।
এদিকে বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক শিশু, ১, থেকে ৫ম এবং ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা অন্যদিনের চেয়ে অধিক আনন্দে শিা প্রতিষ্ঠানগুলো আসেন এবং নতুন বই হাতে পেয়ে আনন্দ উপভোগ করে। এ জন্য অভিভাবকরা সরকার তথা সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।