গৌরীপুরে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে মেরে নবজাতক হত্যা !

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১

গৌরীপুর (ময়সনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহ-জারিয়া নেত্রকোণা রেলপথের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের মইলাকান্দা দক্ষিণপাড়া থেকে মঙ্গলবার (৫ জানুয়ারি/২০২০) রাতে সদ্যপ্রসূত পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। জারিয়াগামী ২৭৬ নং লোকাল চলন্ত থেকে এ নবজাতকের লাশ ছুঁড়ে মারে বলে প্রত্যক্ষদর্শী সূত্র নিশ্চিত করেন।

মইলাকান্দা গ্রামের শামসুদ্দিন মিয়ার পুত্র জুয়েল রানা জানান, মইলাকান্দা গ্রামের দক্ষিণপাড়া হিরু মিয়ার দোকানের সামনে তিনি আড্ডা দিচ্ছেলেন। গৌরীপুর থেকে ছেড়ে আসা জারিয়াগামী ২৭৬ ডাউন চলন্ত লোকান ট্রেন থেকে হঠাৎ একটি পুটলা ফেলতে দেখেন। কিছুক্ষণ পরে স্থানীয় লোকজন কাপড়ে মোড়ানো শিশুটিকে পড়ে থাকতে দেখতে পান। ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে আশেপাশের মহিলা ও পুরুষ শিশুটিকে দেখতে ভিড় জমে।

আরেক প্রত্যক্ষদর্শী দোকানদার হিরু মিয়া জানান, নবজাতক শিশুটি গেঞ্জি আর পলিথিনে মোড়ানো ছিলো। শিশুর মাথার কিছু অংশ থেতলে গেছে। মইলাকান্দা গ্রামের রেজিয়া খাতুন জানান, শিশুটির শরীরে রক্তমাখা ছিলো। নাড় ছেঁড়া ধনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তিনি আরো জানান, বাচ্চাটির মাথার চুল খুব সন্দুর তবে নাড়টাও ঠিকমতো গিঁট দেয়া ছিলো না। যার কারণে গেঞ্জিটায় রক্তের ছোপছোপ দাগ, একাংশ রক্তে ভিজে আছে।

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মোঃ আব্দুর রশিদ জানান, জারিয়াগামী লোকাল ট্রেনটি গতকাল ৫টা ৫২মিনিটে জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। নবজাতক শিশুর খবরটি শোনেছি। তবে এটা শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের আওতাধীন। শিশুটিকে দেখতে এসে কান্নায় ভেঙ্গে পড়েন জুলেখা খাতুন। তিনি পুর্বধলা উপজেলার বাসিন্দা। বিয়ের ১৬টি বছর অতিক্রম করেও সন্তানের মুখ দেখতে পারেননি। তিনি বলেন, এই নবজাতক কারো অপকর্মের ফসল, তাকে হত্যা না করে আমার মতো শতশথ নিঃসন্তান মা রয়েছে। তাদেরকে দিয়ে দিতো!

খবর পেয়ে গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির সাব ইন্সপেক্টর মোঃ আশরাফ উদ্দিন ভূইয়া ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি জানান, গৌরীপুর উপজেলার দক্ষিণ মইলাকান্দা এলাকার রেলওয়ে খুঁটি ৩৩৮/৭-৮ এর মাঝামাঝি স্থানে রেললাইনের পাশ থেকে এ নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে নবজাতকে ছুঁড়ে মেরে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।