রাণা দাস গুপ্তের উপর চট্টগ্রামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১

স্টাফ রিপোর্টার :

“ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর প্রসিকিউটর এডভোকেট রাণা দাস গুপ্তের উপর চট্টগ্রামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং পাকিস্তানে উগ্রবাদী গোষ্ঠী একের পর এক মন্দির ও ভাংচুর অগ্নিসংযোগ, জোর পূর্বক নাবালিকা ধর্ষণ ও ধর্মান্তর করণ সংখ্যালঘু নির্যাতন এর প্রতিবাদে সারাদেশ ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

এরই অংশ হিসেবে গতকাল শনিবার (০৯ জানুয়ারী) সকালে ময়মনসিংহ নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট বিকাশ রায় এর সভাপতিত্বে এবং মহানগর শাখার সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায় এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মহানগর শাখার সভাপতি এডভোকেট প্রশান্তকুমার দাস চন্দন, জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা: সুজিত বর্মন, জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক শ্রী যাদব সেন, জেলা পূজা উদ্যাপন পরিষদের জেলা শাখার সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, পূজা উদ্যাপন পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, ২নং ওয়ার্ড সভাপতি পরিমল ভদ্র, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হেমেন্দ্র রবিদাস, সদর উপজেলা শাখার সহ-সভাপতি অরণ্য ই চিরান, জেলা শাখার সদস্য মানিক বনিক, জেলা শাখার সভাপতি মন্ডলীর সদস্য মৃদুল কান্তি বড়ুয়া, ১৫নং ওয়ার্ড সভাপতি যতীন্দ্র মোহন সাহা, মহানগর শাখার সাংস্কৃতিক সম্পাদক সুমন ঘোষ, সাংগঠনিক সম্পাদক অঞ্জন দে, সদস্য সঞ্জীব সরকার, সদর উপজেলা সভাপতি এডভোকেট গৌতম পাল, সাধারণ সম্পাদক অধ্যাপক জুয়েল রায় চৌধুরী, মহিলা সম্পাদক আরতী গুপ্তা, মন্দিও ভিত্তিক স্কুল শিক্ষক পরিষদ শুকা ঘোষ, যুব ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি লিটন দাস, জেলা শাখার সভাপতি মন্ডলীর সদস্য তপন সাহা চৌধুরী প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে বক্তাগণ বলেন, সাস্প্রদায়িক সম্প্রিতির দেশ বাংলাদেশ।

এখানে সবাই মিলে মিশে একত্রে বসবাস করছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল আন্দোলন সংগ্রামে সকল সম্প্রদায়ের মানুষ এক সংগে কাজ করেছে। বক্তাগণ এডভোকেট রাণা দাস গুপ্তের উপর চট্টগ্রামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অপরাধিদেও আইনের আওতায় আনার দাবী জানান।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচ’ড়া চত্বর গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির কার্যক্রম শেষ হয়।