স্টাফ রিপোর্টার: নানা আয়োজনের মধ্য দিয়ে বিভাগীয় শহর ময়মনসিংহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে।
বাঙ্গালী জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের মহানায়ক স্বাধীন বাংলাদেশের স্থপতিকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ।
রবিবার “১০ জানুয়ারী” সকালে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল এর নেতৃত্বে নগরীর পুলিশ লাইন্সের চেতনায় অম্লাণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে চেতনায় অম্লাণ চত্বরে এক সংপ্তি আলোচনা সভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম ফকরুল, বিজ্ঞান ও পুযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, যুব বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিরন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাসার ভাষাণী সহ আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিকেলে নগরীর টাউন হল চত্বরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এডভোকেট কবির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজীম উদ্দিন আহম্মেদ ধনু, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।