মসিক নগরীর জয়নুল আবেদীন পার্কে আলোকসজ্জার গার্ডেন বাতির উদ্বোধন করেন মেয়র টিটু

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার বিভিন্ন সড়কে সড়ক বাতি স্থাপন প্রকল্পের আওতায় নগরীর পার্কের অভ্যন্তরে হিমু আড্ডা হতে জয়নুল সংগ্রহশালা পর্যন্ত গার্ডেন বাতি স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।


উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, ময়মনসিংহ নগরীর অন্যতম জয়নুল আবেদীন পার্কে সৈন্দর্য বর্ধনের কাজ শেষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এখন আলোজসজ্জার কাজ হাতে নিয়েছে। পার্কের অভ্যন্তরে হিমু আড্ডা হতে জয়নুল সংগ্রহশালা পর্যন্ত গার্ডেন বাতি স্থাপন কাজের আজ উদ্বোধন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আলোকসজ্জার কাজ শেষ হবে।


মেয়র আরো বলেন, রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাত নির্মান, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যস্থাপনার পাশাপাশি নগরীকে আলোকিত করার প্রকল্পের কাজ চলমান রয়েছে।


মেয়র আরো বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকাসহ বিভিন্ন এলাকার সকল সড়ক ও অলিগতিতে এলইডি, সোলার, ল্যাম্পপোষ্ট লাইট, গার্ডেন বাতি স্থাপন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর আগে ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড় হতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিটির শেষ সিমানা ঝিগারগাছা পর্যন্ত সড়কে এলইডি লাইট স্থাপন করা হয়েছে এবং খাগডহর ঘুন্টি ইঞ্জিনিয়ারিং কলেজ হতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম গেইট পর্যন্ত পোলসহ বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাতি স্থাপন কাজ উদ্বোধন করা হয়েছে । পর্যায়ক্রমে সকল রাস্তা আলোকিত করা হবে।


ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিল্লুর রহমান, প্রকৌশলী আজাহারুল হক (সিভিল), প্রকৌশলী জসিম উদ্দিন (সিভিল), ময়মনসিংহ শহর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, ঠিকাদারী প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল) এর এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর ফারুক আহমেদ খান, চিফ অপারেটিং অফিসার এ এস এম জুলফিকার হায়দার সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার বিভিন্ন সড়কে সড়ক বাতি স্থাপন প্রকল্পের আওতায় প্রায় ৪৯ কোটি টাকা ব্যায়ে ১৪২ কিলোমিটার রাস্তায় ৬ হাজার ৬৬৭টি এলইডি, সোলার, ল্যাম্পপোষ্ট লাইট, গার্ডেন বাতি স্থাপন করা হবে।